আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ছিনতাইকারী এফ জামানকে কোর্টে প্রেরন

বন্দরে এফ জামান (৩৮) নামে ছিনতাইকারীকে দ্রুত বিচার আইনের মামলায় কোর্টে প্রেরন করেছে পুলিশ। গত ২১ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার মদনপুর চৌরাস্তা এলাকায় মা ও মেয়ের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যাওয়া সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। ওই সময় উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে অজ্ঞাত নামা ৪/৫ জন ছিনতাইকারি। জনতার সহযোগিতায় পুলিশ আটককৃত ছিনতাইকারি কাছ থেকে লুন্ঠিত ২ হাজার টাকা ও খোয়াকৃত ২টি মোবাইল সেট উদ্ধার করে।

এ ব্যাপারে ভূক্তভোগী নাছিমা বেগম ঘটনার ওই রাতে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(১)২০।
আটককৃত ছিনতাইকারি এফ জামান বন্দর উপজেলার গোকুল দাশেরবাগস্থ জনৈক শফিক মিয়া ভাড়াটিয়া ও উক্ত এলাকার দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লাউসার এলাকার মৃত আবু তাহের মিয়ার স্ত্রী নাছিমা বেগম গত মঙ্গলবার বিকেলে মদনপুর ইউনিয়ন পরিষদে মিটিং শেষে তার মেয়ে তারমীন আক্তারকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলেন। ওই সময় উল্লেখিত মা ও মেয়ে মদনপুর চৌরাস্তা দক্ষিন পাশর্^ থেকে উত্তর পাশর্^ রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত নামা ৪/৫ জন ছিনতাইকারি জনপথে ত্রাস সৃষ্টি করে উল্লেখিত মা ও মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে তাদের সাথে থাকা ২টি ব্যাগে রক্ষিত নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় মা ও মেয়ের চিৎকারে শব্দ শুনে স্থানীয় জনতা ধাওয়া করে গোকুল দাশেরবাগস্থ জনৈক শফিক মিয়ার ভাড়াটিয়া ও দুদু মিয়ার ছেলে ছিনতাইকারি এফ জামান (৩৮)কে আটক করে। পরে আককৃতর কাছ থেকে ২টি মোবাইল সেট নগদ ২ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ আটককৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।