আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে চোরাই ট্রলারসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে এসএ হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে  অভিযান চালিয়ে মায়ের দোয়া পরিবহন নামে একটি চোরাই ট্রলার উদ্ধার করেছে  পুলিশ  ।  মঙ্গলবার বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বুধবারিয়া হাট সংলগ্ন এলাকা থেকে উক্ত চোরাই ট্রলারটি উদ্ধার করা হয় । এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।  পুলিশের অভিযানের সংবাদ পেয়ে ওর্য়াকশপ মালিক হাফিজুর ও ম্যানেজার শামীম মিয়া প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।

আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে জুম্মান (২৮) ভোলা জেলার একই থানার চেদুর চর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সাগর (৩০) ও মুন্সিগঞ্জ জেলার সদর থানার বাংলা বাজার এলাকার আলম খানের ছেলে ইয়াছিন (৩৫)।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ি ইনর্চাজ মোস্তাফিজুর জানান, এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে আমরা একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে চোরাই ট্রলার উদ্ধার করি। সে সাথে ওর্য়াকশপের সিসি ক্যামারা দেখে ৩ চোরকে সনাক্ত করে তাদেরকে আটক করতে সক্ষম হই। অভিযানের সংবাদ পেয়ে ওয়ার্কশপ মালিক ও ম্যানেজার উভয় পালিয়ে গেছে।  আটককৃত ৩ চোর বন্দর থানা হাজতে রয়েছে।

সর্বশেষ সংবাদ