আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে গাড়িসহ ৪ ছিনতাইকারী আটক

বন্দর প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় গাড়িসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুুরে বন্দরের কেওঢালা মহাসড়ক থেকে তাদের আটক করে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ছিনতাইকারীরা হলো, রাজধানী ঢাকার যাত্রাবাড়ির সংকর মিয়ার ছেলে শহিদ (৩৩), কুমিল্লা দাউদকান্দী এলাকার হাকিম আলীর ছেলে আবুল (৪৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে হুসাইন (৩৪) ও ফতুল্লার এলাকার সামছুল রহমানের ছেলে সহিদ (৩১)।

জানা যায়, ছিনতাই উদ্দেশ্যে প্রাইভেট গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ অবস্থায় নেয় ছিনতাই চক্রের সদস্যরা। পরে নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন খানের নেতৃত্বে কেওঢালা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাই করে পালানোর সময় হাতে নাতে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। নিয়মানুযায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ