সংবাদচর্চা রিপোর্ট:
বন্দরে শীতলক্ষ্যা নদীর উপর ‘কদম রসুল সেতু’ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক। এতে ব্যয় ধরা হয়েছে ৫৭৯ কোটি ৮০ লাখ টাকা ।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্প পাশ করা হয়। এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সভায় উপস্থিত ছিলেন।
এ প্রকল্প পাশ হওয়ায় সদর-বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কদম রসুল সেতু বাস্তবায়নের দ্বার উন্মোচিত হলো। এ সেতু নির্মিত হলে নগরীর ৫নং ঘাট থেকে বন্দরের কদম রসুলের সাথে সংযোগ স্থাপন হবে। যার ফলে দুই এলাকার মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হবে। এছাড়া শহর ও বন্দরের ব্যবসায়িক কার্যক্রমের গতি আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ সেতুর প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যেগের কথা জানিয়ে আসছিলেন। আজ একনেকের সভায় এ প্রকল্প পাশ হওয়ায় শহর-বন্দরবাসীর স্বপ্নের সেতু বাস্তবায়নের কাজ কয়েকধাপ এগোলো।