নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ। গত ১১ জানুয়ারি বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ইউসুফ আলী মৃত্যুতে উক্ত ওয়াডের্র জনপ্রতিনিধি পদটি শূন্য হয়ে পরে।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো: সাইবুর রহমান সাংবাদিকদের জানান, বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী ।১ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও আগামী ২৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । মেম্বার পদে উপ-নির্বাচন নিয়ে বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উপ-নির্বাচনে কে হচ্ছে মেম্বার এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেক সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ করছেন।