আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে উপজেলায় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে স্থানীয় জাতীয় পাটির সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি ঐ এলাকায় বিভিন্ন দলের প্রার্থীদের পোষ্টার লাগাতে দেখতে পারেন না। কোন প্রার্থীর পোষ্টার দেখলে চটে যান সেলিম ওসমান। বিভিন্ন সময় বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন তিনি। আসন্ন বন্দর উপজেলা নির্বাচনে কেন্দ্র করে সেলিম ওসমান বলেছেন আপনারা খামাখা পোষ্টার লাগিয়ে নিজের অর্জিত পয়সা নষ্ট করবেন না।

সোমবার বন্দর উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্দরে আমরা সবাই এক ও অভিন্ন। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে এ অঞ্চলে কোন ডিস্টাব হবে না। আমি কোন জামেলা চাইনা।

সেলিম ওসমান বলেন, বন্দরে কোন দল নাই। দল একটাই আছে তা হল উন্নয়নের দল।

এই যদি হয় একজন এমপির কথা তাহলে বন্দরে কাজের জবাবদিহিতা করবেন কার কাছে সেলিম ওসমান? বন্দরে যদি একাধিক দল এবং মত না থাকে তাহলে সেখানে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সেলিম ওসমান পোষ্টার নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন। তাতে তিনি সমালোচনার মুখে পড়েন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, সেলিম ওসমান নাগরিকের রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা করছে। তিনি নতুন নেতৃত্বচান না।

স্পন্সরেড আর্টিকেলঃ