বন্দর প্রতিনিধি:
বন্দর ফাঁড়ী পুলিশ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শরিফ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বন্দর কাজী রুপলী কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৭)১৮।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শরীফ হোসেন শহরের নন্দীপাড়া এলাকার মৃত ওহাব মিয়ার ছেলে। ধৃতকে মাদক মামলায় বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।