আজ সোমবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবাসহ গ্রেফতার-৪

বন্দরে ইয়াবাসহ

বন্দরে ইয়াবাসহ

নিজস্ব প্রতিবেদক:

বন্দরে ৮৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে সুদূর সুনামগঞ্জ এলাকার দোয়ারাবাজার এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃকামাল,ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাগর,মৃত মোবারক হোসেনের ছেলে সোহেল ও একই এলাকার মোঃ জুলহাস মিয়ার ছেলে শ্যামল ।
জানা গেছে,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়, অভিযানে বন্দর থানার পিএস আই আলিম ও এস আই হামিদুলের নেতৃত্বে থানার ফরাজীকান্দা এলাকা হতে সাগর ও সোহেলকে ৫৫পিছ ও শ্যামলকে ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে থানার এস আই সায়েদুলের নেতৃত্বে কামলকে আরো ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ