সংবাদচর্চা রিপোর্টঃ
বন্দরে অস্ত্র মামলায় আসামী মাসুদ রানাকে ( ২৮)১৪ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে ।
৭ (মে ) বুধবার সকাল ১১ টায় আসামী মাসুদ রানাকে আদালতে উঠায় বন্দর থানার পুলিশ । পরে শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ রাজিয়া সুলতানার আদালতে এ আদেশ মঞ্জুর করেন ।
এজাহার সূত্রে জানা যায় অস্ত্র মামলায় আসামী ছিলো ৩জন । তাদের মধ্যে আসামী হানিফ ও আসামী সাহাব উদ্দিন এখন পর্যন্ত পলাতক রয়েছে । তবে পলাতক আসামীদের ক্ষেত্রে শাস্তির বিধান একই ১৪ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে ।
জানা গেছে ,বন্দর থানার পুলিশ আসামীদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল , ১টি চাবাডি,৭টি রাউন্ড গুলি সহ মাসুদ রানাকে ১১ জানুয়ারি ১৯৯৯ সালে গ্রেফতার করেন । বাকি ২ জন আসামি কৌশলগত ভাবে পালিয়ে যায়। এখন পর্যন্ত আসামী হানিফ সাহাব উদ্দিন আইনের আওতাধীন অবস্থায় রয়েছে । রায় ঘোষণা করার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।