বন্দরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে অর্থ আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন এএসআই আমিনুল হক ও আনোয়ার হোসেন । তাদেরকে বন্দর থানা থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। এছাড়া সোর্স শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, শামীম পরিচয় গোপন করে বিভিন্ন অপরাধে জড়িত ছিলো। এছাড়া প্রশাসনিক কারণে দুই অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।