আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কদমরসুল দরগাহ শরীফের খাদেম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান গত মঙ্গলবার নিউইয়র্ক লং আইল্যান্ড জুইস হাসপাতালে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে তার লাশ নিউইয়র্ক থেকে বিশেষ বিমানে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌছে। দুপুরে মরহুমের লাশ তার নিজবাড়ি বন্দরের কদম রসুল দরগাহ খাদেমপাড়ায় এসে পৌছে। বিকাল ৪টায় কদমরসুল দরগাহ শরীফের সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের কফিনে রাষ্ট্রীয়ভাবে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সন্মান জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। মরহুমের কফিনে গার্ড অব অর্নান প্রদান করেন বন্দর থানার এসআই আনোয়ার হুসাইনের নেতৃত্বে একদল পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৬ বছর। মরহুমের জানাজায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক , সাংবাদিকও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মরহুমের জানাজা পড়ান কদম রসুল দরগাহ মসজিদের খতিব কাজী হাফেজ মাওলানা শরিফুল্লাহ শাহীন।

স্পন্সরেড আর্টিকেলঃ