আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বধির ও প্রতিবন্ধীদের পাশে আছি : খোরশেদ

নারায়ণগঞ্জ বধির সংঘ ও বধির স্কুলে সদস্যদের সাথে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

কাউন্সিলার খোরশেদ দোভাষীর সহায়তায় ইশারা ভাষায় বলেন, আমরা বধির এবং অন্যান্য প্রতিবন্ধী ভাই বোনদের পাশে আছি সব সময়। তিনি বধির স্কুলে সহায়তার আস্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বধির সংঘের সভাপতি আবুল কালাম,বধির স্কুলের প্রধান শিক্ষক মোঃইউসুফ সহ আরো অনেকে।