রূপগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব – ১৭ ) চ্যাম্পিয়ন হয়েছে নবাব আসকারী আদর্শ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মুড়াপাড়া কলেজ মাঠে খেলা শুরু হলে নবাব আসকারী আদর্শ উচ্চ বিদ্যালয় ১-০ গোল মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলকে পরাজিত করে । বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ অনেকে। খেলার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।