আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের বিচারের আওতায় আনতে হবে: এমপি গাজী

বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের

বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের

সংবাদচর্চা রিপোর্ট:

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভূলতায় আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ আগস্ট রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু ছিলো বাঙালির ইতিহাসের রাখাল রাজা।বঙ্গবন্ধুর হত্যাকান্ড ছিলো দেশীয়ও আন্তার্জাতিক চক্রান্তের ফসল। সেনাবাহিনীর কিছু ক্ষমতা লোভী সদস্যের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি।

গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশিলবদের বিচারের আওতায় আনতে হবে।
গোলম দস্তগীর গাজী আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দিতে হবে।বর্তমান সরকারের উন্নয়ন চিত্র প্রত্যেকটা ভোটারের কাছে তুলে ধরতে হবে।

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজনের জন্য রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল,আওয়ামীলীগ নেতা আজমত আলী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, ভিপি সোহেল, যুবলীগ নেতা বাচ্চু মিয়া,বাদশা,জয়নাল, স্বপন,শাহীন ভূলতা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুইয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন,পরিহন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়াসহ ভূলতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।