আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সড়কে ফুটপাতের অবৈধ মিটার জব্দ

নিজস্ব প্রতিবেদক: 

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসায় পরিচালনা করায় জেলা ডিপিডিসির উদ্যোগে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ মিটার জব্দ করেছে।

সোমবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ২ নম্বর গেটসংলগ্ম ফকিরতলা মসজিদের বিপরীত পাশে অবস্থিত ইমন স্টোরের নামে বিদ্যুৎ মিটার নিয়ে নিজেদের দোকানে স্থাপন না করিয়া বাহিরে স্থাপন করায় এই মিটার জব্দ করা হয়।

তারা আরো জানান, একই সাথে এই মিটার থেকে ফুটপাতের হকারদের অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইমন, সিপন, সাগর,সৌরভ নামের কয়েকজন ব্যক্তি বিভিন্ন কৌশলে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের মিটার নিজেদের দোকানে স্থাপন না করে সড়কের বিদ্যুৎ খুটিতে স্থাপন করায় মিটার জব্দ করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী। 

এলাকাকবাসি অভিযোগ করে জানান, ইমন, সিপন বাহিনী ছাড়াও আরো অনেকে এই ভাবে ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে। আর এ জন্য এলাকাবাসিকে এর ভুর্তুকি দিতে হয় বলে তারা জানান। 

নারায়ণগঞ্জ ডিপি ডিসি পূর্বাঞ্চল কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একটা অনুষ্ঠানে আছি। কালকে অফিসে গিয়ে খোজ নিয়ে জানাবো।

স্পন্সরেড আর্টিকেলঃ