আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু অনূর্ধ্ব -১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দাউদপুর ইউনিয়ন

রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) চ্যাম্পিয়ন হয়েছে দাউদপুর ইউনিয়ন । শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মুড়াপাড়া কলেজ মাঠে খেলা শুরু হলে দাউদপুর ইউনিয়ন পরিষদ ৪-১ গোলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ অনেকে। খেলার আয়োজন করে রূপগঞ্জ  উপজেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ