নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি নিয়ত মৃত্যুর সাথে লড়াই করেছেন। তিনি এ দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। বঙ্গবন্ধু চেয়েছেন এদেশের মানুষ শিক্ষিত হয়ে দেশ পরিচালনা করবেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে দেখিয়েছেন।
রোববার বিকেলে শহরের চাষঢ়ায় নারায়ণগঞ্জ মহানগর জয়বাংলা সাংস্কৃতিকঐক্য জোট আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
আব্দুল হাই বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ছিল স্বাধীনতার মূল প্রেরণা। তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার জন্য নতুন প্রজন্মকে আহবান জানান। পরে অনুষ্ঠানের অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
এসময় মহানগর জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি এডভোকেট শরীফ হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু,জেলা ব্যাংক ফেডারেশনের সভাপতি আবদুল কাদির, সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো.জুলহাস, আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।