রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উৎযাপন উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল শনিবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার ভুমি রেজওয়ান- উল- ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া প্রমুখ। শোভাযাত্রায় বিভিন্ন দফতরের প্রধান, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ তরুণলীগসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।