আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ আ.লীগের কর্মসূচি

নবকুমার:

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের  ৪৪ তম  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ দোয়া ও আলোচনা সভা। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ও পৌর সভায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে । এছাড়া ১৫ আগস্ট রূপগঞ্জের প্রত্যেকটা পাড়া মহল্লায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের।

২১ শে আগস্ট বুধবার  সকাল সাড়ে ১১ টায় ভূলতা ইউনিয়নে দুপুর ২ টায় গোলাকান্দাইল  ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  হবে।

২২ শে আগস্ট বৃহষ্পতিবার সকাল সাড়ে  ১১ টায় রূপগঞ্জ ইউনিয়নে  দুপুর ২ টায় দাউদপুর ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৩ শে আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তারাব পৌরসভায় দুপুর ২টায় মুড়াপাড়া ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টায় চনপাড়া ইউনিয়নে দুপুর ২ টায় কায়েতপাড়া ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৫ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১ টায় কাঞ্চন পৌরসভায় দুপুর ২ টায় ভোলাব ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তবে অনিবার্য কারণ বশত কর্মসূচির তারিখ পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত আগস্ট মাস বাঙালির শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করা হয়। সেই থেকে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী নিজ উদ্যোগে পালন করে আসছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রতিবছরের ন্যায় এ বছরও রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হবে।