আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের এমপি সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক:

ঐক্যফ্রন্টের টিকেটে নির্বাচিত মৌলভী বাজার ২ আসনের এমপি সাবেক ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মনসুর আহমেদ বলেন, যারা ঐক্যফ্রন্টের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও আগামীতে শপথ গ্রহণ করবেন। ঐক্যফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ার আমি একজন প্রতিনিধি। আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করিনি। আওয়ামী লীগও আমাকে বহিষ্কার করেনি। আমার শেষ অবস্থান ছিলো আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সুলতান মোহাম্মদ মনসুর আহমদের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।