আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ ।  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের উদ্যোগে  মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গনে এ বি‌ক্ষোভ মি‌ছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিব, মহিলা সম্পাদিকা শাকিলা আক্তার, আরিফুল ইসলাম আরিফ, মনির, অনিক সহ অনেকে। সভায় বক্তারা বলেন, যে‌কোনো মূ‌ল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন তারা।