আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের গ্রেপ্তার দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রূপগ‌ঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় র‌বিবার (২৯ ন‌ভেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার তারা‌ব বিশ্ব‌রোড এলাকায় রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলীগের উ‌দ্যো‌গে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়। এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের। রূপগ‌ঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারা‌ব পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি বিএম আ‌তিকুর রহমান, তারা‌ব পৌরসভা স্বেচ্ছা‌সেবক লীগের সাধারন সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান মিথুন , প্রচার সম্পাদক আ‌মিন খান, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা আব্দুল গাফ্ফার রা‌সেল, শাহাদাত হো‌সেন লি‌থেন, মিলন মিয়া, ‌মোহাম্মদ আব্দুল্লাহ, কাউসার মিয়া, ইমরান হো‌সেন, সোহান মীর, আক্তার হোসেন, শাহবাজ আজাদ, শেখ জসিম, আব্দুল আউয়াল, রাসেল আহমেদ, রাসেল ভূঁইয়া, জামাল শিকদারসহ অ‌নে‌কে।

মানববন্ধনে বক্তারা বলেন , সৌদি আরব, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। জাতির পিতার ভাস্কর্য অপসারণের দাবি যারা তুলেছে, সেই মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ না নিলে আমরা দেশ ও জাতির বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছি। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, সারাদেশে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাধা প্রদান এবং স্থাপিত ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে চিহ্নিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এহেন বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবিধান লঙ্ঘন করে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত ১৩ নবেম্বর করোনাকালীন যাবতীয় বিধিনিষেধ লঙ্ঘন করে তারা যেভাবে গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে সমাবেশ করেছে এবং যে ভাষায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিষোদগার করেছে, তা রাষ্ট্রদ্রোহতুল্য অপরাধ হলেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয় নি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। জাতির পিতার অবমাননাকারী ধর্ম ব্যবসায়ী মামুনুল হক , ফয়জুল করীমসহ হেফাজত নেতাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

সর্বশেষ সংবাদ