নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন ,পৃথিবীতে যুগে যুগে মহামানবের আগমন ঘটেছে। বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। পাকিস্তানের শোষনের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছে । যার জন্য আমরা ভাষা পেয়েছি । সেই বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
তিনি বলেন, যোগ্য নেতার অভাবে পৃথিবীর মুক্তিকামী অনেক দেশ এখনো পরাধীন রয়েছে। কাশ্মীর ফিলিস্তিনে যুদ্ধ চলছে ।
রবিবার রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু গণমানুষের নেতা ছিলেন। পাকিস্থানের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন । বঙ্গবন্ধু সব সময় নিজের উপর আস্থা রেখেছেন। কখনো তিনি নিজের আর্দশচ্যূত হন নাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখে ছিলেন তা বাস্তবায়নের জন্য দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু দু:খের বিষয় এক শ্রেনীর দুর্নীতিবাজ লোক আন্তর্জাতিক চক্রান্তে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে । বেইমানরা ক্ষমতা দখল করে। লন্ডভন্ড হয়ে যায় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস।
গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের সকল নাগরিক কে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলতে হবে । বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
এছাড়া গোলাম দস্তগীর গাজী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।