নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস পেয়েছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। বহি:বিশ্বে বাঙালিরা শিক্ষিত জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শনিবার রূপগঞ্জ উপজেলার মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পাদ গড়ে তুলতে বঙ্গবন্ধুর কন্যা কাজ করে যাচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছে। কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। শিক্ষা বৈষম্য হ্রাস পেয়েছে।
গোলাম দস্তগীর গাজী ভূলতা ইউনিয়নবাসীর উদ্দেশে,রূপগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ভূলতা ইউনিয়নে । আগামী এক মাসের মধ্যে ১২৫ কোটি টাকা ব্যয়ে এখানে রাস্তার কাজ শুরু হবে। টেন্ডার হয়েছে।
তিনি বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য যে ওয়াদা দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। ভবিষ্যতে আরো উন্নয়ন হবে।
মন্ত্রী বলেন, যুব সমাজ কে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে খেলাধুলায় বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে।
এসময় উপস্থিত ছিলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এম.এ হাসেম, শওকত আজিজ রাসেল, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক,সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন,মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি আক্তার মিলি, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।