আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বৈষম্যহীন শিক্ষার বিপ্লব ঘটেছে : হাছিনা গাজী

নবকুমার:

বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বৈষম্যহীন শিক্ষার বিপ্লব ঘটেছে। কওমি শিক্ষা কে স্বীকৃতি দিয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। উপবৃত্তি পাচ্ছে। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ধনী গরীব বলে কোন পার্থক্য নেই সকল ছাত্রছাত্রী সমান সুযোগ সুবিধা ভোগ করছে। স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।

বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় ক্রি‌য়ে‌টিভ ম‌ডেল স্কু‌লে বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

শিক্ষা কোন পন্য নয় উল্লেখ করে হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন , নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

তারাব পৌর সভার ৭নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোহাম্মদ আনোয়ার হো‌সে‌নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ভুঁইয়া, ৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মোহাম্মদ হা‌মিদুল্লাহ, তারাব পৌর কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সভাপ‌তি ডাক্তার মোহাম্মদ হা‌নিফ সাউদ, ক্রি‌য়ে‌টিভ ম‌ডেল স্কু‌লের পরিচালক হোসনে আরা, প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হো‌সেন ।

এছাড়া পুরস্কার বিতরণ শেষে ম‌নোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়