আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ইতিহাসকে সঠিকভাবে শিশুদের কাছে তুলে ধরতে হবে:গোলাম মর্তুজা পাপ্পা

বঙ্গবন্ধুর ইতিহাসকে

বঙ্গবন্ধুর ইতিহাসকে

সংবাদচর্চা ডটকম: হাজার বছরের বাঙালির ইতিহাসের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের সঠিক ইতিহাস শিশুদের কাছে তুলে ধরতে আহবান জানিয়েছে যমুনা ব্যাংক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

শনিবার রূপগঞ্জ উপজেলার মাহনা নতুন কুড়ি কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তরুণ শিল্প উদ্যোগক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।আমাদের ক্রিকেটাররা স্বাধীনতার মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭১ এর মত গর্জে ওঠে অবিশ্বাস্ব জয় ছিনিয়ে এনেছে। ক্রিকেট বিশ্বে বাঙালিরা এখন একটি আতঙ্কের নাম । যে কোন সময় বাংলাদেশ যে কোন জাতিকে হারাতে পারে।

গোলাম মর্তুজা পাপ্পা অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন,আপনাদের সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে মোবাইল, ফেইসবুক ব্যবহার করা পরিহার করুন। সন্তানরা কাদের সাথে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে তাদের খোঁজ খবর রাখবেন। শিক্ষিত মা শিক্ষিত সন্তান উপহার দেবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন,বঙ্গবন্ধু এবং বাঙালির সঠিক ইতিহাস শিশুদের ভালো ভাবে শিখাতে হবে। শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।কোন শিশু যেন জঙ্গীবাদ মাদকাক্ত না হয় সে দিকে নজর রাখবেন।

রূপগঞ্জ উপজেলা  যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহনা নতুন কুড়ি কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলে  প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। প্রধান শিক্ষক সানজিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম ভুঁইয়া, মোমেন,মনির মোল্লা, ইব্রাহিম মেম্বার , রাতুল আহমেদ খোকন, ইমন হাসান খোকন, রিয়াজ আহমেদ,নাজমুল হাসান সবুজ, আওলাদ,সাহাবুদ্দিন,ইলিয়াস,রুবেল প্রমুখ