আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসছি- মান্নান মেম্বার

বঙ্গবন্ধুর আদর্শ

বঙ্গবন্ধুর আদর্শ

 

সংবাদচর্চা রিপোর্ট:
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে ছাত্র জীবন থেকে রাজপথে থেকে আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি,আমার বাসস্থান সোনারগাঁ উপজেলার কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় হওয়ার পরও কখনো আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে সরকারী জায়গা বেদখল,ফুটপাত বেদখল,সন্ত্রাসী,চাদাঁবাজিতে জড়িত ছিলাম না।সবসময় অসহায় মেহনতি মানুষের পাশে ছিলাম থাকবো।
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিমার্ণে আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে তৃণমূলে আওয়ামীলীগের নৌকা প্রতিককে জয়যুক্ত করতে রাজপথে রাজনীতি করতে গিয়ে প্রায় সময় কতিপয় কূচক্রিমহলের মিথ্যাচারের শিকার হচ্ছি,তবে কোন চক্রান্ত বা মিথ্যাচার সন্ত্রাসের ভয় আমাকে আওয়ামীলীগের রাজপথ থেকে পিছু হটাতে পারবে না।
গতকাল সাংবাদিকদের সাথে একান্ত আলাপ চারিতায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমীক লীগের সহ-সভাপতি ও কাচঁপুর ইফনিয়ণ জাতীয় শ্রমীক লীগের সভাপতি আব্দূল মান্নান মেম্বার।তিনি আরও জানান ছাত্রজীবনে প্রথমে ইফনিয়ণ ছাত্রলীগ থেকে শুরু করে উপজেলা ছাত্রলীগ করে পরবর্তিতে শ্রমীকলীগে প্রায় ২০ বছর যাবৎ রাজনীতি করছি।পরিচ্ছন্ন রাজনীতির ফসল হিসেবে উপজেলার কাচঁপুর ইউনিয়ণের ৪ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ১৯ বছর ন্যায় নিষ্ঠার সাথে মেম্বারের দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ সময় মেম্বার হয়ে ন্যায় বিচার করতে গিয়ে প্রায় সময় সমাজের এক শ্রেণীর কূচক্রি মহলের শত্রুতার শিকার হতে হয়েছে।
সোনারগাঁয়ে যারা তৃণমূলের আওয়ামীলীগকে সাথে নিয়ে রাজনীতি করছেন তাদের সাথে স্বচ্ছ রাজনীতি করতে গিয়ে অনেক সময় অপ-রাজনীতিবিদদের মিথ্যাচারে আমাকে হয়রানি হতে হয়।উপজেলার অন্যতম উন্নত ও শিল্পাঞ্চল কাচঁপুর এলাকার দীর্ঘদিন নেতৃত্বে থেকেও কোন দিন কোন শিল্প প্রতিষ্ঠান থেকে চাদাঁ আদায়,রাস্তা থেকে যানবাহনে চাদাঁ আদায়,অবৈধ ভাবে জমি বেদখল বা কোন রকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলাম না।যতোদিন বাচঁবো বঙ্গবন্ধুর আদর্শ ও সকলের ভালোবাসা নিয়ে জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের নাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রাখবো।