আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথম ভোট ডাকাতির রাজনীতি করে জিয়া : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর এদেশের গণতন্ত্র কে লোপাট করা হয়। স্বাধীন বাংলাদেশে খুনি জিয়া প্রথম ভোট ডাকাতির রাজনীতি শুরু করে । ১৯৭৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের নামে জিয়া করে প্রহসন। সেই নির্বাচনে আওয়ামী লীগেসহ অন্য দলের প্রার্থীদের মাঠে নামতে দেয় নি।

তিনি বলেন,  ১৯৭৭ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জিয়া ভোট ডাকাতি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে পরাজিত করে । অন্য প্রার্থীদের ঠেকাতে পারলেও সেই নির্বাচনে আমাকে ঠেকাতে পারে নি। আমি কাকরাইল সিদ্ধেশ্বরী এলাকা থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হই।

বৃহষ্পতিবার ( ২৯ আগস্ট, ১৪ ভাদ্র) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২১ বছর বঙ্গবন্ধুর স্মরণ সভা করতে পারি নাই। বিএনপি জামায়াতের বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কোন দিন মাঠ ছেড়ে যায় নি। ২০০৫ সালে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। তৎকালিন ওসি আমার পায়ে গুলি করেছিলো। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামায়াত খালেদা তারেকের ক্যাডার বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদের পাখির মত গুলি করে হত্যা করেছে। বিনা বিচারে আমাদের আটক রেখেছে।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় নেত্রীর জন্য ২৭ দিন জেল খেটেছি। ওরা আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পিটিয়েছে। ইলেকট্রিক শর্ট দিয়েছে। তবু শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দেই  নাই। ওরা আমাকে বলেছিলো আপনি একটি শর্তে মুক্তি পাবেন। আপনি শেখ হাসিনাকে ৫ কোটি টাকা ঘুষ দিয়ে মনোনয়ন নিয়েছেন কাগজে সই করেন । আপনি শেখ হাসিনার নামে ৫ কোটি টাকার মামলা দেন। তখন আমি (গোলাম দস্তগীর গাজী)  তাদের বলেছিলাম আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সৈনিক। আমি মরে যাব তবু জাতির পিতার কন্যা শেখ হাসিনার নামে মামলা দেব না।

গোলাম দস্তগীর গাজী  বলেন, ১৫ ই আগস্ট যাবে আগস্ট আসবে কিন্ত বঙ্গবন্ধু আর আসবে না। তিনি যুগ যুগ বাঙালিদের হৃদয়ে বেচে থাকবেন । দেশের উন্নয়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাব। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারিকরণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার। উল্লেখ্য সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বর্তমান সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্নজীবনী বই বিরতরণ করা হয়।