আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত

নিজস্ব প্রতিবেদক:

প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশীদ আলম বগুড়ায় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া চারমাথা এলাকা থেকে খুরশীদ আলম ফিরছিলেন। এ সময় তার প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল গণমাধ্যমকে জানান, খুরশীদ আলমের চিকিৎসায় সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

শিল্পীর ছোট ভাই মুরশীদ আলম জানান, বর্তমানে খুরশীদ আলম সুস্থ আছেন। বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান।

স্পন্সরেড আর্টিকেলঃ