নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার বক্তাবলীর শীর্ষ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ নভেম্বর) সকালে বক্তবলীর সন্ত্রাসীদের গ্রেয়তার করার পর এলাকাতে স্বস্তি ফিরেছে। গ্রেফতারকৃতরা হলেন, ভূমিদস্যু রহিম খা, চাঁদাবাজ ফুলু, ইয়াবা মামুন, ছেঁচড়া নজরুল ও গাঁজা সুনু।
পুলিশ জানায়, একটি ডাকাতি মামলায় তাদের গ্রেয়তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, রহিম খা, ফুলু, মামুন, নজরুল ও সুনু বিগতদিনে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এদের অত্যাচার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। ভূমিদস্যু, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের চালিয়ে যাচ্ছিল এরা পাঁচজন। রবিবার এরা গ্রেফতার হওয়াতে এলাকাতে কিছু দিনের জন্য হলেও শান্ত থাকবে।