সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লায় বউ রেখে কলেজ পড়ুয়া শ্যালিকা নিয়ে উধাও হয়েছে মুসলিম নামে এক যুবক। কাঠেরপুল এলাকার মুসলিম চার বছর আগে কেরানীগঞ্জের আব্দুল রহিমের মেয়ে সোমা আক্তার কে বিয়ে করে।
গত ১৬ এপ্রিল শ্যালিকা নাসরিন আক্তার কলেজে যাওয়ার উদ্দেশে বের হলে দুলাভাই মুসলিম তার সাথে বের হয়ে যায়। সেই যে গেছে দুই জন তাদের এখন পর্যন্ত কোন খবর মেলে নি।
এদিকে মুসলিমের স্ত্রী সোমা ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোজ নাসরিন তোলারাম কলেজের ছাত্রী।