নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন, কল্যান বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কাউছার আহমাদ পলাশ বলেছেন, জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নেই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বইকে আপন করে নিতে হবে। ধন সম্পদের ভাগ-ভাটোয়ারা হয়, কিন্তু শিক্ষার কোনো ভাগ-ভাটোয়ারা হয় না। যে যতটুকু অর্জন করে সেটা তার একক ভাবেই রয়ে যায়। একমাত্র বই তোমাদের উন্নতির চরম শিখরে পৌছে দেবে। সোমবার সকালে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব বই দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক নিকিল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআরএইচ এর প্রোগ্রাম অফিসার মোঃ এমদাদুল হক। আলোচনা পর্ব শেষে পাঠাভ্যাসে সেরাদের মাঝে পুরষ্কার বিতরণ ও বর্ন্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য গোলাম কিবরিয়া সাত্তার, মোঃ মোবারক, মোঃ আলী আহাম্মদ, আয়শা আক্তার শিল্পী প্রমুখ।