আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ‌ণীর প্রভা‌বে দুর্ভোগে না.গঞ্জবাসী

সংবাদচর্চা রিপোর্ট:

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্ভোগে প‌ড়ে‌ছে নারায়ণগঞ্জ বাসী। শ‌নিবার (৪ মে) সকাল থে‌কেই বি‌ভিন্ন স্থা‌নে বাস-‌মি‌নিবাস, টে‌ক্সি, মাই‌‌ক্রোবাস সহ যান চলাচল বন্ধ দেখা গে‌ছে। এছাড়াও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী পারাপারের ঘাটগুলোতে নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন কর্মজীবী যাত্রীরা। তবে পরবর্তীতে ঝুঁকি নিয়েই নদী পারাপারে কিছু ট্রলার চালু করা হয়েছে।

শনিবার (৪ মে) ভোর থেকেই শীতলক্ষ্যায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টায় ঘাটগুলোতে নদী পারাপারের জন্য কিছু ট্রলার চালু করা হয়েছে। এক নম্বর সেন্ট্রাল খেয়াঘাটের পরিদর্শক দিদার খন্দকার জানান, ফণীর প্রভাবে ভোর থেকেই শীতলক্ষ্যা নদী উত্তাল। সে কারণে ঘাটে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় যাত্রীদের সুবিধার্থে ঝুঁকি নিয়েই ঘাটের ২০ টি ট্রলার চালু করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার যাত্রী পারাপার হতে পেরেছেন। যদি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে ট্রলার চলাচল অব্যাহত থাকবে। ঘাটের দুই পাশেই নদী পারাপারে সতর্কাবস্থানে রয়েছেন ১৫ জন সেচ্ছাসেবী কর্মী।

এছাড়া ফণীর প্রভাবে জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে তাতে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী দিনমুজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।