আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্রেঞ্চ মার্কেট বন্ধ করে দিলো ম্যাজিস্ট্রেট

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন  মার্কেট ও বিপনী বিতান তদারকি করেছে। ১০ মে রবিবার  সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে বিপনীবিতান খোলা হয়েছে। বিভিন্ন মার্কেটে  স্বাস্থ্য সুরক্ষাবিধি তদারকির পাশাপাশি মার্কেট কমিটিগুলোর কমিটি সমূহকে এ বিষয়ে যত্নবান হতে বলা হয়।  ফ্রেঞ্চ মার্কেটে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে দোকান মার্কেট খোলার কারণে বিপনীবিতান/মার্কেট টির কমিটির সহায়তায় মার্কেটটি বন্ধ করে দিয়েছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী।