আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুকে পরিচয়ে ২ মাসের সংসার শেষে নূর হোসেন শ্রীঘরে

নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যেমে নারায়ণগঞ্জে এসে দুই মাস সংসার করার পর অবশেষে শ্রীঘরে গেলেন প্রেমিক যুগল।

২৮ অক্টোবর শনিবার রাতে সদর থানা পুলিশ তাদের একত্রে বসবাসের বিয়ের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে অসামাজিককাজে লিপ্ত থাকার অভিযোগে রবিবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন।

তাদের মধ্যে নূর হোসেন (৪০) শহরের ২৮৬ এস এস রোড় পাইকপাড়া এলাকার শাহীনের বাড়ি ভাড়াটিয়া মোঃ শরীফ হোসেনের ছেলে ও কোহিনূর আক্তার (৩০) চট্টগ্রাম জেলার চাঁনগাঁও থানার বদর হাট এলাকার চান মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার জানান, এক বছর আগে ফেসবুকে কোহিনুর আক্তারে সাথে নারায়ণগঞ্জের নূর হোসেনের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হয়। এক পর্যায়ে দুই মাস আগে কোহিনূর পরকীয়া প্রেমের টানে চলে আসে নারায়ণগঞ্জ নূর হোসেনের কাছে। এর পর থেকে তারা শহরের ২৮৬ এস এস রোড় পাইকপাড়া এলাকার শাহীনের বাড়ি ভাড়া নিয়ে সংসার শুরু করে। তবে তাদের বিয়ে কিংবা সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র নাই। তাই তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আদলতে পাঠানো হয়েছে ।