আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে গুজবের রহস্য ৩ ঘন্টার মধ্যে উদঘাটন করা হবে : তারানা হালিম

ফেসবুকে গুজবের রহস্য

ফেসবুকে গুজবের রহস্য

সংবাদচর্চা রিপোর্ট:

তথ্য প্রতিমন্ত্রী তারা হালিম বলেছেন, ‘ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে যেসব গুজব রটানো হয়, সেসব গুজবের রহস্য উদ্ঘাটনে তথ্য সেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। যেকোনও ধরনের গুজবের রহস্য ৩ ঘণ্টার মধ্যে উদঘাটন করে তা গণমাধ্যমকে জানানো হবে।’

বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই তথ্য সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে। ৮ ঘণ্টা করে তিন শিফটে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল সম্প্রচার করছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনকে সম্প্রচার ফি বাবদ আর বছরে ৬ কোটি টাকা দেওয়া লাগবে না। এ কারণে দেশের বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের অনুরোধ জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।’