আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের বেতন ভাতার দাবিতে প্যারাডাইজ ক্যাবল শ্রমিকদের বিক্ষোভ

ফের ফতুল্লা প্যারাডাইজ ক্যাবল লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে কারখানার গেইটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

৪ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত ওয়াবদার পুল এলাকার প্যারাডাইজ ক্যাবল কারখানার গেইটের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কারখানার শ্রমিক দেলোয়ার হোসেন ও ইউছুব।