গত বুধবার (২২ মে) সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৫টি বিআরটিসি এসি বাসের উদ্বোধন করেছেন। গুলিস্তান থেকে ওই দিন থেকেই আনুষ্ঠানিকভাবে এ বাসের যাত্রা শুরু হয়। নারায়ণগঞ্জের ম-লপাড়া এবং মেট্রো হল থেকে এ বাস ছাড়া হয়। যা পর্যায়ক্রমে চাষাড়া, শিবুমার্কেট ও জালকুড়ি কাউন্টার ধরে গুলিস্তান যাবে। দীর্ঘ দুই বছর পর নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি’র এসি বাস পুনরায় চালু হলেও শুরুতেই পরিবহন নেতাদের বাধার মুখে পড়েছে সরকারি এ বাস সেবাটি। চাষাড়া ও মেট্রো হলের সামনের বিআরটিসি’র কাউন্টার তুলে দিয়েছে নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির লোকজন। শিবু মার্কেটেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে যে কোন সময় ফের বাস সার্ভিসটি বন্ধ হয়ে যাবার আশংকা দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জের বিআরটিসি ডিপো ম্যানেজার কামরুজ্জামান অভিযোগ করেন, শনিবার সকালে কয়েক দফা কাউন্টার বসানোর চেষ্টা করা হলেও বাস ও মিনিবাস পরিবহন মালিক সমিতির লোকজন এসে বাধা দেয়। জিলানী ও দিদার সহ আরো কয়েকজন এসে অস্থায়ী কাউন্টারের ছাতা উপড়ে ফেলে ও টেবিল ভাঙচুর করে। এছাড়া কাউন্টারে থাকা টিকেট বিক্রির লোকজনকেও মারধর করে। এর আগে শুক্রবারও একই পন্থায় কয়েক দফা বাধা দেওয়া হয়। নারায়ণগঞ্জবাসী এবং প্রশাসনের সহায়তা ছাড়া এ রুটে বাস চালানো সহজ নয়।