ফের জেলগেট থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার পারভেজকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বের হলে ডিবির একটি টিম তাকে আটক করে।
উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর সংবাদ সম্মেলন শেষে বের হবার পথে সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হন পারভেজ। এর পর বেশ কয়েকবার জামিন পেলেও জেল গেট থেকে পুনরায় গ্রেফতার হয়ে জেলে ফেরত গেছেন।