নিজস্ব প্রতিবেদক:
নতুন নতুন খাবার খেতে যেমন ভালো লাগে ঠিক আবার নতুন নতুন রান্না শিখতেও ভালো লাগে। মজার মজার রান্না করতে বা শিখতে কার না ভালো লাগে।আজকাল খাবারের মধ্যেও চলে এসেছে আধুনিকতার ছোয়া।
ফেইসবুকে মেয়েদের গ্রুপ নারায়নগঞ্জ ফেইরি স্কোয়াড কুকিং ওয়ার্কশপের আয়োজন করেছে। আগামী ৩০শে জুলাই হীরা ড্রাগন প্লেসে আয়োজন করা হয়েছে। কুকিং ওয়ার্কশপ চলবে দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। ওয়ার্কশপের টিকেট মূল্য ৬০০ টাকা।
যেসব আইটেম শিখানো হবে:- চিকেন বান (বেকিং সহ দেখানো হবে), প্লেন কেক (এটা সময়ের জন্য সম্পুর্ন বেকিং করে না দেখাতে পারলে মুখে বলে দেয়া হবে), চিকেন ফিংগার (ফ্রাই করে দেখানো হবে), কোল্ড কফি (সম্পুর্ন বানিয়ে দেখানো হবে), ফেঞ্চ ফ্রাই (ফ্রাই করে দেখানো হবে), ক্রিসপি চিকেন ফ্রাই (রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাই করে দেখানো হবে), বার্গার (এটা সময়ের জন্য সম্পুর্ন বানানো না দেখাতে পারলে মুখে বলে দেয়া হবে) সাথে কুকিং রিলেটেড অনেক টিপস ও দেয়া হবে। আর রান্না শিখানোর জন্য থাকছে ৭ সতেরো রেস্টুরেন্টের মালিক লুনা আহসান, মায়াজ আহসান।
লাঞ্চ হিসেবে থাকবে হীরা ড্রাগন প্লেসের স্পেশাল সেট মেনু, কোল্ড ড্রিংকস, পানি।