দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে গ্রেফতার করেছে । বুধবার তাকে গ্রেফতার করা হয় বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।
সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়্যাহ ও ডেইলি সাবাহ জানিয়েছে, অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে বুধবার তাকে আটক করা হয়।
হাদামির বাড়িতে ইসরাইলি সেনারা তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়। তবে এই গ্রেফতারের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোন মন্তব্য করে নি।
গত তিন মাসে ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রীকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হল। এর আগে গত জুলাই মাসে ফাদি আল-হাদামিকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।