আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুশীলনে ফিরছেন নেইমার

ফিরছেন নেইমার

ফিরছেন নেইমার

সংবাদচর্চা ডেস্ক:

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার পায়ের পাতায় অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পিএসজির অনুশীলনে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ উনাই এমেরি।

সেইন্ট-এতিয়েনেতে শুক্রবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের এ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এমেরি বলেন, বর্তমানে নেইমারের  অবস্থান ভালো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুশীলন শুরু করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ২৫ ফেব্রুয়ারি লিগ ম্যাচ খেলতে গিয়ে নেইমার পায়ে আঘাত পান। পরে ব্রাজিলে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ‘নেইমারের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে আমাদের এখানে ফেরার ও অনুশীলন শুরু করার আশা করছে।’

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে পিএসজির বিদায়ের পরে দলটিতে এমেরির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নেইমারের অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপ্পে নিজের ফর্ম ফিরে পেয়েছেন। শনিবার মোনাকোর বিপক্ষে কোপা ডে লা লিগের ফাইনালে পিএসজির তিনটি গোলেই তার অবদান ছিল। ১৯ বছর বয়সী এই ফ্রেঞ্চ তারকাকে নিয়ে এমেরি বলেন, ধারাবাহিকতার অভাব থাকলেও সে সঠিক পথেই আছে।

শুক্রবার সেইন্ট-এতিয়েনের বিপক্ষে ম্যাচের পরে আগামী ১৫ এপ্রিল ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে আবারো লিগ ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। সূত্র: ইএসপিএন

স্পন্সরেড আর্টিকেলঃ