আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিফা র‍্যাংকিংয়ে নেইমারদের দাপট

ফুটবল র‍্যাংকিংয়ে তালিকা প্রকাশ করছে ফিফা। সেরা দশে রদবদল হয়েছে। গত বিশ্বকাপের পর থেকেই ফিফা র‍্যাংকিংয়ে ওপরের দিকে আসতে পারছে না বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। প্রায় দেড় বছর পরেও তারা ঢুকতে পারেনি শীর্ষ পাঁচ দলের তালিকায়। ফিফা ঘোষিত সবশেষ আপডেট র‍্যাংকিংয়ে নিজেদের আগের ১০ নম্বর অবস্থানই ধরে রেখেছে লিওনেল মেসির দল।

নেইমারের ব্রাজিল অবস্থান করছে ৩ নম্বরে। তারা পিছিয়েছে এক ধাপ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে নিজেদের দ্বিতীয় অবস্থান খুইয়েছে ব্রাজিল। শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম।

র‍্যাংকিংয়ে সেরা দশে ঢোকেনি কোনো দল। শীর্ষ দশ দলের মধ্যেই জায়গা অদলবদল হয়েছে বেশ কিছু অবস্থানে। ব্রাজিল-ফ্রান্স ছাড়াও যেখানে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া, পর্তুগালের নাম।

এদিকে র‍্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশও। আগের আপডেটে বড়সড় লাফ দিয়ে ১৮২তে এসেছিল জেমি ডে’র শিষ্যরা। কিন্তু এবারের আপডেটে ৫ ধাপ পিছিয়ে ১৮৭ নম্বরে চলে গিয়েছে জামাল ভূঁইয়ার দল।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দশ

১. বেলজিয়াম – ১৭৫২ পয়েন্ট
২. ফ্রান্স – ১৭২৫ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৭১৯ পয়েন্ট
৪. ইংল্যান্ড – ১৬৬২ পয়েন্ট
৫. পর্তুগাল – ১৬৪৩ পয়েন্ট
৬. উরুগুয়ে – ১৬৩৯ পয়েন্ট
৭. স্পেন – ১৬৩১ পয়েন্ট
৮. ক্রোয়েশিয়া – ১৬২৫ পয়েন্ট
৯. কলম্বিয়া – ১৬২২ পয়েন্ট
১০. আর্জেন্টিনা – ১৬১৪ পয়েন্ট

সর্বশেষ সংবাদ