আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক:

ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা মানাই বাড়িতে উন্মাদনা। এ দুই দলের ব্যাপক সমথক রয়েছে বাংলাদেশে। ১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রতিপক্ষ আজেন্টিনা। মেসি,নেইমার দুই দলের দুই তারকা খেলোয়াড় দারুন খেলছে। এবার কোপা কাপ কে জিতবে তা বলা যাচ্ছে না। খেলা হবে খুব হাড্ডাহাড্ডি। এগিয়ে থাকবে ব্রাজিল। বিগত ম্যাচ গুলোতে তারা আজেন্টিনার চেয়ে ভালো খেলা দেখিয়েছে। তাছাড়া ব্রাজিল ঘরের মাঠে খেলবে। এদিকে দিয়ে তারা শিরোপা জয়ে এগিয়ে থাকবে। বাড়তি সুবিধা পাবে।

বুধবার ৭ জুলাই ভোরে কোপা আমেরিকার সেমিতে কলোম্বিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে কলোম্বিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ২-৩ এ জিতে ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

স্পন্সরেড আর্টিকেলঃ