সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন -গোলাকান্দাইল ও ভোলাব ইউনিয়নের ভালুকাবো, কেশরাবো দীঘলিয়া, নোয়াগাঁও, ছোট নওপাড়া মৌজাসহ আশপাশের এলাকার কৃষি ও তিন ফসলি জমি জোরপুর্বক বালু ভরাটের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় তারা ভূমিদস্যু আবাসন কোম্পানীগুলোর বিরুদ্ধে এ মানববন্ধন করে।
আধুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কৃষক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন, আরিফ মোল্লা, শরীফ সরকার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ফাইজুল মোল্লা ও বাচ্চু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জমি না কিনেই কৃষি ও তিন ফসলি জমিতে জোরপুর্বক বালু ভরাট করছে। একদিকে বালু ভরাট অন্যদিকে ড্রেজারের নির্গত পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশের এলাকা। তাতে কৃষকদের দুর্ভোগ বেড়েই চলছে। আর প্রতিবাদ করলেই তাদের হামলা-মামলার শিকার হতে হচ্ছে। অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় অবরোধ করা হবে।