আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে পাটের গবেষণা বিষয়ক সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রীর যোগদান

নবকুমার:

ফরিদপুর পাটের উন্নয়ন এবং গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সেমিনারে চীনের একটি প্রতিনিধি দল অংশ নেয়। গোলাম দস্তগীর চীনে বাংলাদেশের পাট জাত পণ্যে রপ্তানিতে চীনা ব্যবসায়ীদের সহযোগীতা চান। মন্ত্রী কে চীনের ব্যবসায়ীরা সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গার্ড অব অনার দেয়া হয়। মন্ত্রী ফরিদপুর জেলা পুলিশের সালাম গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ,মন্ত্রী বিশেষ সহকারী এমদাদুল হক সহ  বিভিন্ন দেশের পাট গবেষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ।