আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ৪১০টন পঁচা খেজুর জব্দ, ৫০ লাখ টাকা জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট

ফতুল্লার ধর্মগঞ্জে আদর্শ ও শাহীন কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে। এর মূল্য প্রায় শতকোটি টাকা জানিয়েছে র‌্যাব। এসময় শাহীন কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ এর নেতৃত্বে ২৯ এপ্রিল সোমবার দুপুরে ওই অভিযান চলে। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে হিমাগার দু’টিকে সীলগালা করে দেয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই নষ্ট খেজুরগুলো সারা দেশে বাজাতজাত করার প্রক্রিয়া চলছিল বলে র‌্যাব জানিয়েছে।

উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন, র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন, সিনিয়র এএসপি জসিমউদ্দিন প্রমুখ।