আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ট্রাক চাপায় রুহুল আমিন (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছে। সোমবার সকাল ১১টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এঘটনায় স্থানীয়রা ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত রুহুল কিশোরগঞ্জ জেলার নিকলী থানার জালালপুর গ্রামের আঃ হাইয়ের ছেলে। সে ফতুল্লার ঢালীপাড়া এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থেকে ধর্মগঞ্জে ইসলামীয়া এন্টারপ্রাইজে কয়লা লোড আনলোডের কাজ করে। এব্যাপারে মামলা হবে।