আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় স্ত্রীকে হত্যাকারী ঘাতক স্বামী রামপুরায় আটক

স্ত্রীকে হত্যাকারী ঘাতক স্বামী

স্ত্রীকে হত্যাকারী ঘাতক স্বামী

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় নেশার টাকা না পেয়ে স্ত্রী সাজেদা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ পাঁচ মাস পরে ঘাতক স্বামী সামিউলকে (২৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ মে) বিকেলে রাজধানীর রামপুরা থেকে ঘাতক সামিউলকে গ্রেফতার করা হয়। সে জামালপুর জেলার ইসলামাবাদ থানার সিরাজাবাদ এলাকার সানোয়ারের ছেলে। নিহত মীম জামালপুরের একই এলাকার হারুনউর রশিদের মেয়ে এবং সে ফতুল্লায় একটি গার্মেন্টসে চাকরী করতো। বিয়ের পর তাঁরা কায়েমপুরের আমির হোসেনের ভাড়া বাড়িতে বসবাস করতো।
গত ২১ ডিসেম্বর নেশার টাকা না পেয়ে শ্বাসরোধ করে সাজেদা আক্তার মীমকে হত্যা করে পাষ- স্বামী সামিউল। এ ঘটনার পরপরই পালিয়ে যায় সে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের হলেও গ্রেফতার করা যাচ্ছিলো না ঘাতককে। দীর্ঘ ৫মাস পালিয়ে থাকার পর পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত করে তাঁকে গ্রেফতার করে।
সামিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।
তিনি জানান, সামিউল পেশায় একজন রিকশা চালক এবং মাদকাসক্ত ছিলেন। মীম স্থানীয় একটি গার্মেন্টকর্মী ছিলো। নেশার টাকার জন্য তাঁদের পরিবারে প্রায় সময় কলহ লেগে ছিলো। এই কলহের জের ধরে গেলো বছরের ২১ ডিসেম্বর মীমকে শ^াসরোধ করে হত্যা করে সামিউল। এরপর থেকেই সে পলাতক ছিলো। শনিবার বিকেলে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে রামপুরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।