নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে স্ক্যান সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লা বাজার খেয়া ঘাটে এ ঘটনাটি ঘটে।
হাসনাবাদ ট্রেডার্সের দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি ওই ঘাটে নোঙ্গর করা ছিলো । তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। হাসনাবাদ ট্রেডার্সের ম্যানেজার প্রদিপ দাসের দাবি এ ঘটনায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ট্রলারটি স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরী থেকে দুই হাজার বস্তা সিমেন্ট নিয়ে হাসনাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফতুল্লায় খেয়াঘাটের দক্ষিণ পাশে যাত্রা বিরতি দেয়।
এসময় ঢাকা-বরিশাল পথে চলমান দ্রুতগামী জলযান এম ভি গ্রীন লাইন (ওয়াটার ওয়েজ) এর প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ওই ঢেউয়ের সময় সিমেন্ট বোঝাই ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি গ্রীণ লাইনের প্রবল ঢেউয়ের কারণে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। এমভি গ্রীণ লাইন খুবই বেপরোয়াভাবে নদীপথে চলাচল করে। এর আগেও এমভি গ্রীণ লাইনের ঢেউয়ের কবলে পড়ে অসংখ্য ট্রলার ডুবার ঘটনা ঘটেছে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানা ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করে হলে এবিষয়ে তারা কোন অভিযোগ পাননি বলে জানান।